এককালীন বিনিয়োগে গ্রাহক পাবেন সারাজীবনের নিশ্চয়তা : উইকন

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

একটি ফ্ল্যাট শুধু একটি ঠিকানা নয়, এটি মানসিক প্রশান্তি ও ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। এককালীন বিনিয়োগের মাধ্যমে গ্রাহকের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে উইকন প্রপার্টিজ। এই বিনিয়োগে একজন গ্রাহক পাবেন সারাজীবনের নিশ্চয়তা। নগরীর বিভিন্ন অভিজাত লোকেশনে উইকন প্রপার্টিজ গ্রাহকদের দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত উইকনের প্রতিটি প্রকল্প শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং একটি স্বপ্নের বাস্তবায়ন, যেখানে গুণগত মান, টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হয়। এককালীন বিনিয়োগের পরের মাস থেকে গ্রাহক পাবেন ভাড়া আয়ের সুবিধা। এটি শতভাগ হালাল ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ। উইকন প্রপার্টিজ আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে গড়ে তুলছে স্মার্ট আবাসন ও বাণিজ্যিক স্থাপনা। আমাদের প্রতিটি প্রকল্প ডিজাইন করা হয়েছে স্মার্ট হোম ও কমার্শিয়াল স্পেস এর ধারণা মাথায় রেখে, যা আপনার জীবনকে সহজ, নিরাপদ এবং উন্নত করবে।

উইকন প্রপার্টিজ যেসব অত্যাধুুনিক সেবা নিয়ে এসেছেএরমধ্যে রয়েছেস্মার্ট হোম সিস্টেম, আলোর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনেই। এছাড়া উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ২৪/৭ সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক অ্যাক্সেস ও ইন্টারকম সুবিধা। সৌরশক্তি ব্যবহারে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ সরবরাহ, স্বয়ংক্রিয় পানি ব্যবস্থাপনা ও রেইন ওয়াটার হারভেস্টিং, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জল ব্যবস্থাপনা। উন্নত কমার্শিয়াল স্পেস, আধুনিক ব্যবসার জন্য উচ্চমানের ইনফ্রাস্ট্রাকচার, দ্রুতগতির ইন্টারনেট, এবং উন্নত নিরাপত্তা।

যে কারণে উইকন গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছেনিরাপত্তার সর্বোচ্চ মান, ভূমিকম্প প্রতিরোধী কাঠামো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ২৪/৭ নজরদারি। হালাল ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ, শতভাগ শরিয়াহসম্মত বিনিয়োগ, যেখানে নেই কোনো গোপন খরচ বা প্রতারণার আশঙ্কা। সেরা লোকেশন চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লার প্রিমিয়াম লোকেশনে অবস্থিত, যেখানে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক কেন্দ্রের সহজ প্রবেশাধিকার।

উইকন প্রপার্টিজের কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা, প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন, কোনো লুকানো চার্জ নেই। সাস্টেইনেবল ও পরিবেশবান্ধব অবকাঠামো, উন্মুক্ত সবুজ এলাকা, সৌরশক্তির ব্যবহার, জলসংরক্ষণ ব্যবস্থা এবং অত্যাধুনিক স্থাপত্য। নিরবিচ্ছিন্ন সাপোর্ট ও প্রতিশ্রুতি, গ্রাহকদের প্রতি অনবদ্য প্রতিশ্রুতি ও সেবার মান, যা বছরের পর বছর অব্যাহত থাকবে। রিহ্যাব ফেয়ার চট্টগ্রাম ২০২৫এ বিশেষ অফার ঘোষণা করেছে উইকন। এরমধ্যে অন্যতম হচ্ছেএককালীনএ স্বপ্ন পূরণ অর্থাৎ ‘পে ওয়ান্স, আর্ন নাউ’। এছাড়া নির্বাচিত ইউনিটের উপর বিশেষ আকর্ষণীয় ছাড়, সহজ কিস্তি সুবিধা, ইএমআই ও সহজে পরিশোধের সুযোগ। প্রায়োরিটি বুকিং, সেরা ইউনিটগুলো বুকিংএর অগ্রাধিকার। এক্সপার্ট পরামর্শ, সম্পত্তি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ। ফিউচার রেডি হোমস, আধুনিক স্মার্ট হোম সলিউশন ও ইকোফ্রেন্ডলি স্থাপত্য। উইকন প্রপার্টিজ কেবল সম্পত্তি বিক্রয় করে না, বরং একটি জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দেয়। উইকনের প্রতিটি গ্রাহকের জন্য রয়েছে একটি অনবদ্য সাপোর্ট সিস্টেম, যা বিনিয়োগের আগে, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ, এবং সম্পত্তির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছর ধরে গ্রাহকের আস্থায় স্যানমার
পরবর্তী নিবন্ধখরচ কমাতে হলে গণআবাসন প্রকল্প করতে হবে