একই স্থানে দুদিনে দুই দুর্ঘটনা

একজন মারা গেছেন অপরজন আহত

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আশরাফ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল ফয়সাল। ওই এলাকায় শুক্রবার একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। শনিবারও একই স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ পূর্ব রাউজানের রাবার বাগান এলাকার সেলিম খানের ছেলে। একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলসহ পড়ে গেলে তিনি গুরুতর আঘাত পান বলে জানান কনস্টেবল ফয়সাল। চিকিৎসকের বরাতে আশরাফের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইয়াবাসহ কেজিডিসিএলের সাবেক সিবিএ সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রাম্প এখনো যেভাবে জিততে পারেন