একই ভবন এক বছরে দুই দুর্ঘটনা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

২০২০ সালের ৮ নভেম্বর। রাত পৌনে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৯ জন দগ্ধ হন। এর মধ্যে মারা গিয়েছিলেন তিনজন। এ অগ্নিকাণ্ড ঘটেছিল নগরের উত্তর কাট্টলীর মরিয়ম ভিলার পঞ্চম তলায়। এক বছর পর সেই একই ভবনের ষষ্ঠ তলায় গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ হন এবং মারা যান একজন।
কাকতালীয়ভাবে পৃথক দুটি অগ্নিকাণ্ড ঘটেছিল গ্যাসের চুলা থেকে। পূর্বের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পেয়েছিল গ্যাসের লিকেজজনিত সমস্যা। গতকালও প্রাথমিক তদন্তে গ্যাসের চুলা ও রাইজারে ত্রুটি পেয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমটেড।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন বলছেন, বারবার কেন একই ভবনে দুর্ঘটনা ঘটবে। প্রথমবার দুর্ঘটনার পর ভবন মালিক কার্যকর ব্যবস্থা নিয়েছিলেন? বিষয়গুলো খতিয়ে দেখার দাবি করেছেন সর্বশেষ দুর্ঘটনায় হতাহতের পরিবারের সদস্যরাও।

পূর্ববর্তী নিবন্ধ‘বাবুল’ আসামি নাকি বাদী সুরাহা আজ
পরবর্তী নিবন্ধভবন মালিক ও ইনচার্জ আটক