একই পুকুরে কংকাল উদ্ধারের দুদিন পর মিলল মাথার খুলি

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

ভূজপুর থানার সুয়াবিলে একটি পুকুর থেকে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় সুয়াবিল টেকের দোকান এলাকার হাজী আবুল কাশেম বাড়ির একটি পুকুর থেকে মাথার খুলিটি উদ্ধার হয়। এর আগে গত ৭ এপ্রিল দিনগত রাতে একই পুকুর থেকে লাশ সদৃশ একটি কংকালের অংশ বিশেষ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পুকুরে জেলেরা মাছ ধরতে নামলে মাথার খুলিটি দেখতে পায়। পরে পুলিশ এসে উদ্ধার করে সেটি থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী বলেন, ‘এর আগে একটি কংকালের অংশ বিশেষ উদ্ধার করেছিলাম। এবার একই পুকুর থেকে মাথার খুলি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধলিটারে আরও ৭ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
পরবর্তী নিবন্ধবিএম ডিপোয় উদ্ধার অভিযান শেষ