ক্যারিয়ার জুড়ে অনন্য সব কীর্তি গড়া লিওনেল মেসি একই দিনে স্পর্শ করলেন দারুণ দুটি মাইলফলক। লা লিগায় ৫০০ ও সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৭৫০ ম্যাচ খেলার অসামান্য কীর্তি গড়েছেন তিনি। স্পেনের শীর্ষ লিগে রোববার ওয়েস্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলকে পা রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে ফ্রেংকি ডি ইয়ংয়ের করা জয়সূচক গোলে অবদান রাখেন মেসি। কাতালান দলটির হয়ে লিগে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল চাভি এরনান্দেস, ৫০৫টি। ১৭ মৌসুমে ম্যাচগুলো খেলেছেন ৩৩ বছর বয়সী মেসি। এই সময়ে ৪৫১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮৫টি। জয় ৩৬৯ ম্যাচে। লিগ শিরোপা জিতেছেন মোট ১০বার।











