এএমডি ও এসএআরপিভি র সাথে মা ও শিশু হাসপাতালের ত্রিপক্ষীয় চুক্তি

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ফ্রান্সের বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এএমডি ও চকরিয়ার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এসএআরপিভি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষন ও সেবার মান উন্নয়ন বিষয়ে ত্রিপক্ষীয় একটি চুক্তি গত ২১ জানুয়ারি সম্পাদিত হয়।

হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, এএমডির পক্ষে ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি ও এসএআরপিভির পক্ষে মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন এএমডির পক্ষে ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি, এসএআরপিভির পক্ষে উক্ত সংস্থার উপদেষ্টা মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম এবং হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) মোহাম্মদ রফিকুল আলম, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অলক নন্দী, উপপরিচালক ফিনান্স মনজুরুল আলম চৌধুরী, অর্থপেডিক সার্জারি বিভাগের রেসিডেন্ট সার্জন ডাঃ তসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে, এএমডি ফ্রান্স ও এসএআরপিভি দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে কাজ করে আসছে। প্রতি বছর ৩ মাসের জন্য ফ্রান্সের একটি বিশেষজ্ঞ অর্থপেডিক টিম অত্র হাসপাতালে বিভিন্ন জটিল রোগীদের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের নানা কর্মসূচি