এএফসি কাপে মালদ্বীপের ক্লাবকে হারাল আবাহনী

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৫৭ পূর্বাহ্ণ

এএফসি কাপের প্রাথমিক পর্বে ঢাকা আবাহনী ২১ গোলে মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়েছে। বাংলাদেশের দলের হয়ে গোল করেছেন দুই বিদেশি ফুটবলার কর্নেলিয়াস স্টুয়ার্ট এবং দানিলো অগাস্তো। এএফসি কাপের মূল পর্বে খেলতে হলে আবাহনীকে আগামী ২২ আগস্ট আরেকটি ম্যাচে জিততে হবে। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল আবাহনী লিমিটেড। গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিরতির পর মালদ্বীপের দলটি সমতা ফেরালেও শেষ পর্যন্ত আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার দানিলো অগাস্তো আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন। কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণ করে খেলতে থাকে। দলে ছিলেন নতুন দুই ব্রাজিলিয়ান ফুটবলার। তাদের ছাড়াই অন্য ৬ বিদেশি নিয়ে খেলেছে মারিও লেমসের দল। ম্যাচের ৫ মিনিটে মুজাফররভের একটি প্রচেষ্টা গোলকিপার হাত উঁচিয়ে ঠেকিয়ে দেন। ১৫ মিনিটে আবারও মুজাফররভের বক্সের বাইরে থেকে জোরালো শট গোলকিপার ঝঁপিয়ে পড়ে রুখে দেন। ২০ মিনিটে আবাহনী গোলের দেখা পায়। ডেভিড ওজুকুর মাপা ক্রসে গ্রানাডিয়ান স্ট্রাইকার লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। ৬৪ মিনিটে ঈগলস ম্যাচে সমতায় ফিরে। মিলোভান পেট্রোভিচের ফ্রিকিকে দৌড়ে এসে ফাঁকায় চলতি বলে পা চালিয়ে দেন আহমেদ রিজোয়ান। ৮৯ মিনিটে আবাহনী জয়সূচক গোল আদায় করে নেয় আবাহনী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আত্মরক্ষার প্রশিক্ষণ পাবে ১৫ হাজার শিশু-কিশোর
পরবর্তী নিবন্ধনারী ফুটবলারদের বেতন বাড়ালো বাফুফে