এএফসি কাপের কোয়ালিফাইং প্লে–অফ ম্যাচে আজ কলকাতায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ক্লাব আবাহনী লিমিটেড এবং ভারতের মোহনবাগান ক্লাব। আবাহনী ফুটবল দলের সদস্যরা গতকাল কলকাতায় যান। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গণে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মোহনবাগানের মুখোমুখি হবে আবাহনী। গত ১৬ আগস্ট সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২–১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে–অফে উঠে আবাহনী। মোহনবাগানকে হারাতে পারলে জায়গা করে নিতে পারবে গ্রুপ পর্বে।












