এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

জুনিয়র নারী এশিয়া কাপ ফুটবলের ড্র গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। এএফসি অনূর্ধ্ব২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে স্বাগতিক লাওস। অন্য প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। আগামী বছর ১১৮ এপ্রিল থাইল্যান্ডে এএফসি অ২০ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে। চলতি বছরের ২১০ আগস্ট টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এশিয়ার ৩৩ টি দেশ এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। এ গ্রুপে পাঁচ ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ পার্লামেন্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান ফজলুল আজিম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার হ্যান্ডবল খেলোয়াড়দের জ্ঞাতার্থে