এএইচএফ জুনিয়র কাপ হকিতে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

জুনিয়র এএইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে বাংলাদেশ। গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত আসরে টাইব্রেকারে শিরোপা জিতেছিল স্বাগতিক ওমানের বিপক্ষে। এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব২১ এর এই টুর্নামেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই চীনকে বাংলাদেশ হারিয়েছে ৪২ গোলে। বাংলাদেশ ম্যাচের ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায়। হাসান ২২ ও ২৭ মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। তিন গোলে পিছিয়ে থেকে চীন পাল্টা আক্রমণে ওঠে। দুই গোল শোধ দিয়ে ম্যাচে উত্তাপ বাড়ায় তারা। ৩৩ মিনিটে লুও জিয়ালং আক্রমণ থেকে এক গোল করেন। ৪১ মিনিটে চেন জিয়ান ঝেন পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩২ করেন।

বাংলাদেশ এরপর আবার ব্যবধান বাড়ায়। তবে চতুর্থ গোল পেতে সময় লেগেছে। ৫৩ মিনিটে মোহাম্মদ জয় আক্রমণ থেকে গোল করে চীনকে আরও পিছিয়ে দেন। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে উৎসবের মেজাজে টার্ফ ছাড়ে বাংলাদেশ। এখন চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলবে তারা। এদিকে জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশ অনূর্ধ্ব২১ নারী হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে ১৫ পয়েন্ট। গতকাল টুর্নামেন্টের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৭১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো তারা। ম্যাচ শুরুর ৭ মিনিটে বাংলাদেশ দুটি গোল আদায় করে ২১ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। নদিরা ইমা ২৫ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেন। ৩৯ মিনিটে সোনিয়া আক্তারের স্টিক থেকে এসেছে ষষ্ঠ গোল। শেষের তিনটি গোলও এসেছে আক্রমণ থেকে। ৬ গোলে পিছিয়ে থেকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৪৫ মিনিটে একটি গোলও শোধও দেয়। পেনাল্টি স্ট্রোক থেকে সাইফুল লানা লক্ষ্যভেদ করেন। তবে একবার ঝলক দেখালেও স্বাগতিকরা আর পারেনি। বরং বাংলাদেশ ৫৫ মিনিটে সপ্তম গোল করে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। অর্পিতা পাল পেনাল্টি কর্নার থেকে ঠিকানা খুঁজে নেন। বাংলাদেশ এই টুর্নামেন্টে কেবল শক্তিশালী চাইনিজ তাইপের কাছে ৩০ গোলে হেরেছিল। এছাড়া বাকি সব ম্যাচ জিতেছে। এবার রানার্স আপ হয়ে জুনিয়র হকির চূড়ান্ত পর্বে খেলবে তারা।

পূর্ববর্তী নিবন্ধইট দিয়ে বৃদ্ধের মাথা ফাটাল নেশাগ্রস্ত ছেলে
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে হারানো গুলবাদিনের কাছে বড় অর্জন