এএইচএফ কাপ হকিতে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

এএইচএফ কাপ হকির সেমিফাইনাল খেলা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়ার সাথে সাথে চার ম্যাচের চারটিতেই জয় পেয়ে গ্রুপ সেরা হলো তারা। ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার পুল ‘বি’তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে ৫০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠল মামুনুর রশীদের দল। প্রথম কোয়ার্টারে আশরাফুলমিমোদের আক্রমণে ছিল না মরিয়া ভাব। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ; কিন্তু গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আশরাফুল ইসলাম। ৩৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। রাকিবুল হাসান নিখুঁত রিভার্স হিটে পরাস্ত করেন শ্রীলঙ্কা গোলরক্ষককে। এই গোলের রেশ থাকতেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর ৪৩তম মিনিটে প্রথম হিটে গোলরক্ষক আটকে দেওয়ার পর, ফিরতি হিটে ব্যবধান আরও বাড়ান ফজলে রাব্বী। চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় আরশাদ হোসেন এবং পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন জালের দেখা পান। ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার পুল ‘এ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে পূরণ করলেন দুইশ উইকেট সাকিব-তাইজুলকে পেছনে ফেললেন মিরাজ
পরবর্তী নিবন্ধব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হলেন চট্টগ্রামের সালাউদ্দিন