এই হেমন্তে

শাহীন খান | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

এই হেমন্ত ফসল ফলে ফোটে কতো ফুল,

ফুলের গন্ধে মন আনন্দে থাকে যে মশগুল।

শিশির ঝরে টুপটুপাটুপ ঠাণ্ডা হাওয়া বয়,

যে দিক তাকাই মনোলোভা হৃদয় আকুল হয়।

খেজুর গাছে বাঁধা থাকে মাটির কলসি, হাঁড়ি,

জলকে চলে গাঁয়ের বধূ, পরেন নতুন শাড়ি।

নবান্নেরই সাড়া পড়ে সকল পাড়াজুড়ে,

হাজার পাখি বেড়ায় ঘুরে মিষ্টি যে রোদ্দুরে।

রাতে জাগে চাঁদ ও তারা, লাগে খুবই ভালো,

দূর বনতে ঐ বাগিচায় জোনাক জ্বলায় আলো।

মাঠঘাট সব যায় শুকিয়ে কৃষক থাকেন ব্যস্ত,

খোকন সোনা চাঁদের কণা খেলায় থাকে ন্যস্ত।

শান্ত হয়ে যায় প্রকৃতি, দারুণ পরিবেশ,

রূপে গুণে তিলোত্তমা আমার বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএলো বছর ঘুরে
পরবর্তী নিবন্ধযদি ছাড়ো বক্রতা