এই হার মেনে নেওয়া কঠিন : স্কালোনি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপের শুরুটা রাঙাতে পারেনি আর্জেন্টিনা। সৌদিয়া আরবের বিপক্ষে প্রথমার্ধে জয়ের আশা জাগানো আর্জেন্টিনার দ্বিতীয়ার্ধে গিয়ে হার মানতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এটা মানা খুবই কঠিন যে মাত্র চার-পাঁচ মিনিটের মাথায় তারা দুই গোল দিয়ে দিলো।

আর তাদের এই গোলগুলোই ছিল একমাত্র লক্ষ্যে নেওয়া শট। এখন আর করার কিছুই নেই। আমাদের পরবর্তী দুই ম্যাচ যেভাবেই হোক জিততে হবে। আজ দিনটা খুবই খারাপ। কিন্ত আমাদের মাথা উঁচু করেই সামনে এগোতে হবে। প্রতিপক্ষ যে ডিফেন্সিভ খেলবে তা আগে থেকেই জানা ছিল স্কালোনির।

কিন্তু অফসাইডের কারণে গোল না হওয়া হতাশা প্রকাশ করেন তিনি। নিজেদের পরবর্তী ম্যাচে মেঙিকোর মোকাবেলা করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধআমাদের সামনে দুটি ফাইনাল : মার্তিনেস
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.০৩ কোটি টাকা