এই স্বাধীনতা

সুজন দাশ | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৯:০২ পূর্বাহ্ণ

এই স্বাধীনতা অনেক রক্ত ও
ত্যাগের দামে কেনা,
মায়ের চোখের লোনাজল মাখা
কষ্টের লেনাদেনা!

এই স্বাধীনতা বোনের আব্রু
লজ্জায় ঢাকা মুখ,
পোড়ায় ব্যথায় কষ্ট গাথায়
অন্তরে চাপা দুখ।

এই স্বাধীনতা লাখো শহীদের
রক্তের কথা বলে,
বোবা কান্নায় কাঁদে আজ ও মাটি
ভিজায় অশ্রু জলে।

এই স্বাধীনতা পিতা হারা শিশুর
কষ্টের আহাজারী,
স্মৃতি তর্পণে আজো কাঁদে ওরা
বাতাসটা থাকে ভারী।

এই স্বাধীনতা মানুষের কাছে
পশুদের পরাজয়,
ন্যায়ের কাছে হারে অন্যায়
জীবনের বরাভয়।

পূর্ববর্তী নিবন্ধজাতির পিতা বঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধস্বাধীনতা