চাটগাঁ জেলায়
জন্ম তাঁহার বিনাজুরি গ্রাম,
এই সুকুমার বড়ুয়া লিখেন ছড়া অবিরাম।
এই সুকুমার
বড়ুয়া চলেন ছন্দের হাত ধরে,
পাগলা ঘোড়া ভিজে বেড়াল তাঁর সুরে গান করে।
‘চন্দনার
পাঠশালা’টা ঠিক ‘এমন যদি হতো’
এই সুকুমার ছড়া লিখেন সবার মনের মতো।
তাঁর হাতে ঠিক
ছড়া নিজের পায় রে খুঁজে প্রাণ,
এই সুকুমার ছড়ার ফুলের দেয় ছড়িয়ে ঘ্রাণ।
মুচমুচে তাঁর
ছড়া–ই যেনো বুট চানাচুর খাজা,
মুকুট বিহীন এই সুকুমার বড়ুয়া ছড়ার রাজা।








