এই সার্চ কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন সম্ভব না

দক্ষিণ জেলা বিএনপির সভায় শামীম

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, কোন সার্চ কমিটিতে কাজ হবে না। আগামীর নির্বাচন কার অধীনে হবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। এই সার্চ কমিটি দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা-পৌরসভা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার ও হারুন অর রশিদ হারুন। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গাফ্‌ফার চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তাফা আমিন, জামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মো. রফিক, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মফজল আহমদ চৌধুরী, লায়ন হেলাল উদ্দীন, ইছহাক চৌধুরী, আ.ক.ম মোজাম্মেল, মাহবুবুল আলম চৌধুরী, লোকমান হোসেন, রাসেল ইকবাল মিয়া, মো. কামাল উদ্দীন, এ.এম কামাল উদ্দীন, সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম সওদাগর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে যুবকের আত্মহত্যা