এই সরকারের আমলেই স্বাস্থ্যখাতে প্রকৃত উন্নয়ন হয়েছে

পেডিয়াট্রিক এসোর অভিষেক অনুষ্ঠানে ডা. মোস্তফা জালাল

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের আমলেই স্বাস্থ্যখাতে প্রকৃত উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম ক্লাবে শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখার আয়োজিত অভিষেক ও ফ্যামেলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ৬ গুণী চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিদুল্লাহ, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. জাহিদ হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএমএ সহ সভাপতি ডা. শেখ শফিউল আজম, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক, বিপিএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, আয়োজক কমিটির আহবায়ক ডা. সনত কুমার বড়ুয়া। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএর চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, স্বাচিপের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আফছারুল আমীন এমপির মৃত্যুতে শোক
পরবর্তী নিবন্ধএবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ