এই সম্মান চট্টগ্রামবাসীর

মন্ত্রী জাবেদের প্রতিক্রিয়া

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৮ মার্চ, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু স্বাধীনতা পুরস্কার ২০২১ এর জন্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার জ্যোষ্ঠপুত্র, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
পুরস্কারের জন্য তালিকা প্রকাশের পর দৈনিক আজাদীকে দেয়া প্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তার পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু। কোনো স্বীকৃতির আশায় তারা সেদিন যুদ্ধে যাননি। দেশ ও জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করাই ছিল তাদের লক্ষ্য। আর বঙ্গবন্ধু ছিল তাদের ধ্যান-জ্ঞান। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা অর্জনের ৫০তম বর্ষে এই সম্মান প্রাপ্তি অনেক বেশি আনন্দের বলে তিনি মন্তব্য করেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আখতারুজ্জামান বাবুর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি শুধু তার পিতা বা একটি পরিবারের সম্মান নয়। এই সম্মান পুরো আনোয়ারা-কর্ণফুলীবাসীর। এই সম্মান চট্টগ্রামবাসীর। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থেকে এই সম্মানের প্রতিদান দিতে সচেষ্ট থাকবেন বলে জানান তিনি।
আনোয়ারা-কর্ণফুলী আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন আখতারুজ্জামান চৌধুরী বাবু। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ে আখতারুজ্জামান বাবু গুরত্বপূর্ণ অবদান রাখেন। রাজনীতির বাইরে শিল্পোদ্যোক্তা হিসাবেও পরিচিতি ছিল তাঁর।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ দিয়ে সম্প্রচার শুরু করে বেতার
পরবর্তী নিবন্ধদুর্ঘটনা নাকি অন্যকিছু