এই শীতে চীনে কোভিডের তিন ঢেউয়ের আশঙ্কা

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

এই শীতে করোনাভাইরাস সংক্রমণের তিনটি ঢেউ দেখতে চলেছে চীন। যার প্রথমটি এখন চলছে বলে বিশ্বাস চীনের শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তার। গণবিক্ষোভের মুখে এ মাসের শুরুতে চীন তাদের জিরো-কোভিড নীতি শিথিল করার পর দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বিস্তারলাভ করছে। যদিও গত মাসের তুলনায় বর্তমানে দৈনিক নতুন রোগী শনাক্তের হার হ্রাস পেয়েছে।

তবে বিশেষজ্ঞা বলছেন, বিধিনিষেধ শিথিল হওয়ার পর গণপরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক শনাক্ত কম পাওয়া যাচ্ছে। কিন্তু বাস্তবে দেশটির অবস্থা একদমই বিপরীত। খবর বিডিনিউজের। রোববার দেশটিতে মাত্র ২,০৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়। অথচ, চীনে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোভিড পরীক্ষা করাতে আসা জ্বর আক্রান্ত রোগীদের লাইন দিনদিন লম্বা হচ্ছে। সেই সঙ্গে আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি করে কোভিড পরীক্ষার কিট এবং ওষুধ কিনছে।

চীনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উ জুনইউ বলেন, তার বিশ্বাস সংক্রমণের বর্তমান ঢেউ মধ্য জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। আগামী ২১ জানুয়ারি থেকে চীনা নববর্ষ উদযাপন শুরু হবে। ওই সময়ে চীনে এক সপ্তাহের লম্বা ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশজুড়ে লাখ লাখ মানুষ ভ্রমণে বের হবেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরেও বলেন, ওই ভ্রমণের কারণে ভাইরাস পুরো দেশে ছড়িয়ে পড়বে এবং সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হবে। তৃতীয় ঢেউ আসবে ফেব্রুয়ারির শেষ দিকে। যখন লোকজন ছুটি কাটিয়ে কাজে ফিরবে। তৃতীয় ঢেউ মার্চের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ হারায় ফ্রান্সের সড়কে দাঙ্গা
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি পরে ভারতীয় জুটির বিয়ে