তোমার নামে হাসি কিনি
জল লুকিয়ে চোখের কোণে,
তোমার নামে দুঃখ কিনি
মন খারাপের সন্ধিক্ষণে।
তুমি আছো মন পাজরে
জল টলমল চোখের কোণে,
আমার যত আবেগ জমা
শেষ বিকেলের মধ্যেখানে।
আমার যত গান কবিতা
সব লিখেছি তোমার নামে,
এই শহরের গল্প জানে
দুঃখ কিনি চড়া দামে।
তোমায় চেয়েছি ক্ষরা রোদে
তপ্ত রোদের মিছিল দেখে,
কিংবা মেঘলা আকাশ ভীষণ কালোয়
ল্যাপ্টে যাওয়ার কাজল চোখে।
পথের পাতায় করুণ সুরে
রোজ এসেছি তোমায় পেতে,
শূন্য হাতে রোজ চেয়েছি
তোমায় আমি প্রার্থনাতে।
তোমায় চেয়েছি ভোরের আলোয়
সান্ধ্য নদীর কলতানে,
ভীষণ ব্যথায় খুব চেয়েছি
নিকোষ কালো রাত্রি জানে।
বারিক ফিরে ফের এসেছি
শুধু তোমায় দেখার ছলে,
জানি তুমি অন্য আকাশ
নাই বা তুমি আমার হলে।
সব আলোতে হয় না আলো
রাত্রি আকাশ নিকোষ কালো,
সব শব্দ হয় না ধ্বনি
মন্দ হলেও বেসো ভালো।










