এই শহর

শ্যামলী মজুমদারের কবিতা | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

শহরটা একেবারেই যাচ্ছে তাই….

সবুজ মাড়িয়ে যায় নির্লিপ্ত সবাই

প্রতি পলে পলে ধূলো ধূসরিত

হাওয়ার ঘূর্ণিতোড়ে ভূলুণ্ঠিত

এই শহর তবুও সারাক্ষণ আছে

আদি অকৃত্রিম আমাদেরই সাথে।

 

রাত্রি দিন টো টো করে

ছুটে চলে ভালোবাসা

এ শহরের দুহাত ধরে

কর্ণফুলির এধার ওধার

চিকচিকে ঢেউ আর তার

চিকনকালা রোদের বাহার

দেখো নরোম শহরের

মায়াবী শরীর

প্রখর আলোয় তার উদ্বাস্তু দুচোখ

অন্ধ প্রায় দিশেহারা

গগণবিদারী চীৎকার তার

বধির করেছে আজ

সব যুগলের কান

একবার নদী আরবার সমুদ্র

খেইহারা পাহাড় পাহাড়ি পথ

পাড়ি দিতে দিতে এই দেহরথ

খুঁজে পেলো না আর কোন

মায়াময় ছায়াচ্ছন্ন ঘর

কালো কালরাতে

পড়েছে হাজার তাঁবু

ঘন ঘোর অন্ধকারে

অচেনা শহরে সব ঘরহীন ঘর

বসত করছে আজ শত সহস্র

অচিন যাযাবর!

পূর্ববর্তী নিবন্ধজীবন ও মৃত্যু
পরবর্তী নিবন্ধসামলে থাক