কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই পেশাদার গাড়িচোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত দুটি মাস্টার কী জব্দ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (৩৫) ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার গাড়িচোর চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার বাদী ডা. কামরুদ্দিন চৌধুরী (৪৭) ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০.৩০ মিনিটে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে তাঁর প্রাইভেটকার পার্ক করেন। কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, গাড়িটি উধাও। ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানায় মামলা নং-৪৫ দায়ের করা হয়, ধারা-৩৭৯ পেনাল কোডে তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) শরীফ উদ্দিনকে।
তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে চুরি গাড়িটি কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হয়। পুলিশ ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সানড্যান্সার রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে দুই আসামি ও গাড়ি উদ্ধার করে।
উদ্ধারকৃত গাড়িটি সাদা রঙের টয়োটা করোলা অ্যাসিস্টা মডেলের, রেজি: চট্ট মেট্রো-খ-১১-২০৭৫। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা গাড়িটি চুরি করে প্রথমে রামু উপজেলার পানিরছড়া এলাকায় রেখেছিলেন এবং পরদিন বিক্রির জন্য মেরিন ড্রাইভে নিয়ে আসেন।
পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয়। ওসি মো. আফতাব উদ্দিন জানান, মো. রাসেলের বিরুদ্ধে আগেও একটি গাড়ি চুরির মামলা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, ১টি চুরি প্রাইভেটকার (টয়োটা করোলা অ্যাসিস্টা, রেজি: চট্ট মেট্রো-খ-১১-২০৭৫) ২টি মাস্টার কী উদ্ধার করা হয়।












