‘এই মন তোমাকে দিলাম’ শিরোনামে বাংলা চলচ্চিত্রের একটি গানে নায়ক ওয়াসিমের সঙ্গে পারফর্ম করেছিলেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। সেই গান আজও বাজে শ্রোতাদের অন্তরে। গানটি আবারও নিয়ে আসছেন রোজিনা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান নতুন করে গানটি নির্মাণ করেছেন। তার ডিজাইন করা শাড়ি ও কনসেপ্ট করা একটি মিউজিক ভিডিওতে ‘মানসী’ সিনেমার গানটি ব্যবহার করা হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে এখনকার সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন এডলফ খান।
এডলফ খান নায়িকা রোজিনাকে নিয়ে মিউজিক ভিডিও প্রসঙ্গে বলেন, তিন মাস আগে সুদূর আমেরিকা থেকে উনার কল পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে যাই। এরপর থেকে শুরু একটা সুন্দর কাজের পরিকল্পনা। কারণ এত বড় নায়িকার সাথে কাজ করাটা আমার জন্য আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং।
তিনি আরও বলেন, কোরিওগ্রাফি থেকে ডিরেকশন- একটু একটু করে স্বপ্নের পথে হেঁটেছি আমি। এখানে রোজিনা আপুর অভিনয়, এঙপ্রেশন, অদম্য উৎসাহ আর সহযোগিতা, কাজটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে। এডলফ জানান, তার ছোট ভাই ইশমাম নিলয়ের সহযোগিতায় ও আনোয়ার হোসেন এনামের ফটোগ্রাফিতে কাজটি সুন্দর হয়েছে। ভিডিওচিত্র ধারণে ছিলেন আল-আমিন রূপ এবং তার টিম। এ প্রসঙ্গে রোজিনা বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা ‘মানসী’। এ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ গানটি খুবই জনপ্রিয়।