এই বিজয় হাতছাড়া করা যাবে না

ফারুক হোসেন | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ে স্বৈরাচার নির্বাসিত হলো। এলাকায় এলাকায় বড় নেতা হতে পাতি নেতা সব এলাকা ছাড়া। তবে গভীর উদ্বেগের বিষয় কিছু উশৃখল ব্যক্তি লুটপাট, অগ্নিসংযোগ, চুরি ডাকাতি এবং ভাঙচুরে লিপ্ত হচ্ছে। পুলিশ প্রশাসন মাঠে না থাকায় আইন শৃখলা পরিস্থিতি ভেঙে পড়ছে। এমতবস্থায় প্রতিটি মানুষের কর্তব্য এইসব অরাজকতা কঠোর ভাবে মোকাবেলা করা। জনবিচ্ছিন্ন বিতাড়িতদের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ালে আগামীকাল তাঁরাই আপনার জন্য ঢাল হয়ে রুখে দাঁড়াবে। দীর্ঘদিন ধরে আইনের শাসন এবং সামাজিক নিরাপত্তার যে কথা আমরা উচ্চারণ করছি এই বিজয়ের মাধ্যমে তা এখন নিশ্চিত করতে হবে। এই বিজয়কে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। ছোটখাট ভুলগুলো ক্ষমা করে দিন। যারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন করছিল তাদের আইনের হাতে তুলে দিন, আইন নিজের হাতে তুলে নিবেন না।

আসুন নতুন প্রজন্মের এই বিজয়ে সবাই মিলে বৈষম্যহীন একটা সুন্দর সমাজ নির্মাণ করি. নয়তো এই বিজয় হাতছাড়া হয়ে যাবে, ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না।

পূর্ববর্তী নিবন্ধআমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করায় প্রবাসীদের মনে স্বস্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নিকাণ্ডে সুপার শপ পুড়ে ছাই