আফজাল হোসেন অভিনেতা-নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মঞ্চ, নাটক, চলচ্চিত্র সব মাধ্যমের অভিনেতা হিসেবে তিনি সফল। পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তিনি আলোচিত। ৪৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই প্রথম অন্যরকম একটি কাজ করলেন আফজাল হোসেন। তিনি জানান, প্রথমবার শর্টফিল্মে অভিনয় করছেন। শর্টফিল্মের নাম ‘মর্নিং কফি’। আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আফজাল হোসেন মনে করেন, যেকোনো অভিনেতার ভেতরে সবসময় ভিন্ন ভিন্ন ধাঁচের চরিত্র করার আকাঙ্ক্ষা থাকে। তিনি বলেন, কিছুদিন আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’-এ অভিনয় করে নিজের মধ্যেও আনন্দ হয়েছিল। ও রকম একটা চরিত্র উপভোগ করার সময় নতুন একটা ছেলে আলাদা চরিত্রের প্রস্তাব করে। শুনে ভালো লেগেছে দুই কারণে। এক হচ্ছে আলাদা চরিত্র, অন্যটি নতুন প্রজন্মের সঙ্গে কাজ। উল্লেখ্য, অভিনয়ে আগের মতো নিয়মিত নন আফজাল হোসেন। সর্বশেষ জি ফাইভে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। সেখানে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।