বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, এখন তো আওয়ামী লীগ নেই, তাই নির্বাচন হবে ধানের শীষ আর হাতপাখার। এই নির্বাচনে আগের মতো নোংরা কথাবার্তা, নোংরা রাজনীতি করার আর সুযোগ হবে না। তিনি বলেন,দেশের রাজনীতিতে দুটোই ভালো দল, মাঠে একসাথে নেমেছে। তাই চোর – চোট্টাদের দিন শেষ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ।
তিনি গতকাল সোমবার পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি তিনটি আসনে নির্বাচন করবেন। উনার নির্বাচন করার উদ্দেশ্য শুধু একটাই, যারা থাকে এতোদিন ধরে পাশে থেকে সাহস দিয়েছেন তাদের নারাজ না করা, তিনি প্রমাণ করে দিতে চান, শেষ নি:শ্বাস পর্যন্ত দেশের জন্য কাজ করে যাবেন। কোন দল, কোন প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছে সেটা আপনারা বিবেচনা করবেন না। শুধু একটা জিনিস মাথায় রেখে ভোট দেবেন, কোন ব্যক্তির নিয়ত ঠিক আছে। এরআগে তিনি পারুয়া সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে মতবিনিময় করেন। পরে পারুয়ার নেজামিয়া সিদ্দিকিয়া মালেকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় মাওলানা নিজাম উদ্দিন শাহ’র মাজার জেয়ারত করেন। শুরুতে রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে তার সাথে সাক্ষাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।











