ইসলামী আন্দোলনের নায়েবে আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বৈষম্য দূর করতে ভারত থেকে পাকিস্তানের সৃষ্টি হয়। পাকিস্তান থেকে ১৯৭১ সালে বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। সেই বৈষম্য কারণে ৫ আগস্টের সৃষ্টি হয়। কিন্তু ৫ আগস্ট যে উদ্দেশ্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র–জনতা শহীদ হয়েছেন সে উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে।
গতকাল রোববার বিকেলে কুতুবদিয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির উদ্যাগে উপজেলা গেটের সামনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশের মানুষের মাঝে বৈষম্য থাকবে না। প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে। এর জন্য প্রয়োজনে আবারও আন্দোলন করব। এই দেশ মুসলমানদের, কিন্তু অধিকার সবার সমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের কুতুবদিয়া সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম, ইসলামী যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মুহাম্মদ নোহেল, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মুফতি নুরুল্লাহ সিকদার, মাওলানা শামসুল হক কাসেমী, মাওলানা আলী আজগর, মাওলানা ইয়াহিয়া সাঈদ, জুনাইদুল হক আরমান, এইচ এম. এম. শাহজাহান কুতুবী, মাওলানা নুরুল ইসলাম আজিজি, মুহাম্মদ ইয়াছিন আরফাত, মাওলানা হেলাল উদ্দিন, মোহাম্মদ বেলাল হোছাইন, মোহাম্মদ শরীফ, মাওলানা শাহজাহান কুতুবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।