অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন কোন পথে এগোবে তার দিকেই সবার দৃষ্টি। এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাজ শুরু করেছেন। সবার বিশ্বাস ক্রীড়াঙ্গন নতুনভাবে এগিয়ে যাবে। তবে এরই মধ্যে দেশসেরা নারী আর্চার অলিম্পিয়ান দিয়া সিদ্দিকী নিজের ভেরিফায়েড ফেসবুজ পেজে নিজের কিছু কথা লিখেছেন। সেখানে ক্ষোভের সঙ্গে অনেক কিছুই লেখা হয়েছে। দিয়া সিদ্দিকী লিখেছেন, ‘এই দেশে বোধহয় ক্রিকেট ছাড়া আর কোনও খেলা নাই। সকলেরই মাথাব্যথা যেন এই ক্রিকেট। বলে রাখি এই দেশে আতিক, নিনি, আসিফ (শুটিং), সিদ্দিকুর রহমান (গলফ), রোমান সানা ও সাগর ইসলাম (আর্চারি), ইমরানুর রহমান (অ্যাথলেটিকস) এবং রানী হামিদের (দাবা) মতো ক্রীড়া ব্যক্তিত্ব ছিল, আছে এবং থাকবে। অথচ কারোর নজর ক্রিকেট ব্যতীত অন্যান্য খেলাগুলোর দিকে নাই। একমাত্র ক্রিকেটই বোধ হয় দেশের মুখ উজ্জ্বলে সক্ষম আর অন্য খেলাগুলো অক্ষম।’
তিনি আরও লিখেছেন, ‘অথচ আন্তর্জাতিক অঙ্গনে অর্জনের ক্ষেত্রে ক্রিকেটের থেকে অনেক এগিয়ে আছে এসব খেলা। ১৬ কোটি মানুষের বাংলাদেশ কেন অলিম্পিকে মেডেল পাই না? এসব প্রশ্ন করে আমরা হাসাহাসি করি। অথচ আমার এই দেশে ক্রিকেট ব্যতীত অন্য কোনও খেলার বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়ার মত পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং ভেন্যু নাই। এবার বাকিটা আপনারাই বুঝে নেন কেন অলিম্পিকে আমরা মেডেল পাই না।’ দিয়া শেষ করেছেন ক্রীড়া উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ জানিয়ে, ‘ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অনুরোধ থাকবে ক্রিকেট ব্যতিত অন্যান্য খেলার দিকে একটু নজর দেবেন। ফেডারেশনগুলো পরিদর্শন করবেন। এই দেশে সকল খেলা সমান সুযোগ সুবিধা পাক, এইটুকুই চাওয়া।’