এই দিনে

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানের স্বাধীনতা দিবস

১৫৮০ ইতালীয় স্থপতি আন্দ্রেয়া পাল্লাদিওর মৃত্যু।

১৬৩১ ইংরেজ কবি জন ড্রাইডেনএর জন্ম।

১৬৬২ ফরাসি গণিতজ্ঞ ও ভৌতবিজ্ঞানী ব্লেজ পাস্কালএর মৃত্যু।

১৭৫৭ কলকাতার পুরোনো টাঁকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।

১৮০৮ ইংরেজ বিজ্ঞানী ও প্রকৌশলী জেমস ন্যাসমিথএর জন্ম।

১৮৭১ মার্কিন বিমাননকশাকার অরভিল রাইটএর জন্ম।

১৮৭৬ আসিরিয়াবিদ জর্জ স্মিথএর মৃত্যু।

১৮৮১ রোমানীয় সংগীতস্রষ্টা গিওর্গি এনেস্‌কুর জন্ম।

১৯০০ ইতিহাসবেত্তা শিক্ষাবিদ সুশোভন সরকারএর জন্ম।

১৯০৯ পোলিশ ঔপন্যাসিক এঝি আন্দ্রে ঝেইভ্‌স্কির জন্ম।

১৯০৯ আইনজীবী স্যার বদরুদ্দিন ত্যাবজীর মৃত্যু।

১৯২৯ রুশ ব্যালে পরিচালক সের্গেই দিয়াগিলিয়েফ্‌এর মৃত্যু।

১৯৩৫ সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানএর জন্ম।

১৯৩৬ স্পেনীয় কবি ও নাট্যকার ফেদেরিকো গার্থিয়া লোরকার মৃত্যু।

১৯৩৯ কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ।

১৯৪০ সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।

১৯৪৪ প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।

১৯৫৯ ইংরেজ ভাস্কর জ্যাকব এপস্টিনএর মৃত্যু।

১৯৮০ সৌদি আরবের রিয়াদে, জরুরি অবতরণ কালে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে তিন শতাধিক লোক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

১৯৯১ সোভিয়েত ইউনিয়নে রক্ষণশীল কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানে গরবাচভ ক্ষমতাচ্যুত হন।

১৯৯৩ খ্যাতনামা অভিনেতা ও নাট্য নির্দেশক উৎপল দত্তের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধডিমের বাজার অস্থিরতার জন্য দায়ী সিন্ডিকেটকে চিহ্নিত করতে হবে
পরবর্তী নিবন্ধফেদেরিকো গারসিয়া লোরকা : অন্যতম স্প্যানিশ কবি