এই দিনে

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

১৫৭৩ ইতালীয় স্থপতি জাকোমো দা ভিনিওলার মৃত্যু।

১৭৫২ ফরাসি উদ্ভাবক জোজেফ মারি জাকারএর জন্ম।

১৭৬৩ বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেন।

১৮৪৪ নোবেলজয়ী (১৯০৬) ইতালীয় চিকিৎসাবিজ্ঞানী কামিল্লো গলগির জন্ম।

১৮৫৩ ক্যাপটেন ম্যাথিউ ক্যালব্রেইথ জাপানে পৌছালে পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগের পথ উন্মুক্ত হয়।

১৮৫৪ জার্মান পদার্থবিদ গেওর্গ ওমএর মৃত্যু।

১৮৫৫ ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।

১৮৬০ অস্ট্রীয় সংগীতস্রষ্টা গুস্তাফ মালারএর জন্ম।

১৮৮৪ জার্মান লেখক লিওস ফইখ্‌ট্‌ভাংগারএর জন্ম।

১৮৮৭ রুশ চিত্রশিল্পী মার্ক শাগালএর জন্ম।

১৮৮৮ সাহিত্যিক নরেন্দ্র দেবের জন্ম।

১৮৯৩ ক্রোয়েশীয় নাট্যকার মিয়ো াভ করলেসার জন্ম।

১৮৯৬ বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।

১৯০১ বিশ্বখ্যাত ইতালীয় চলচ্চিত্রকার ও অভিনেতা ভিত্তোরিও দে সিকার জন্ম।

১৯০৫ লর্ড কার্জন বঙ্গ ভঙ্গ ঘোষণা করেন।

১৯০৫ সাহিত্যিক প্রবোধকুমার সান্যালএর জন্ম।

১৯২৭ বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯২৯ ভ্যাটিক্যান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

১৯৩০ ব্রিটিশ রহস্যউপন্যাস লেখক আর্থার কোনান ডয়েলএর মৃত্যু।

১৯৩১ কর্নেল সিম্পসনকে হত্যার দায়ে দীনেশ গুপ্তের ফাঁসি হয়।

১৯৩১ বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেলে চড়ে বিশ্ব পরিক্রমা শুরু করেন।

১৯৩৭ উত্তর চীনে জাপান হামলা চালায়।

১৯৫৬ জার্মান কবি ও প্রাবন্ধিক গটফ্রিড বেনএর মৃত্যু।

১৯৮০ সংগীত ও পরিচালক সুখেন্দু চক্রবর্তীর মৃত্যু।

১৯৯০ ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গার মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতি গতিশীল রাখতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতনতা জরুরি