এই দিনে

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

১৫২৯ বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।

১৮৬৪ নোবেলজয়ী (১৯২০) জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টএর জন্ম।

১৮৭০ লেখক ও আইরিশ জাতীয়তাবাদী রবার্ট চিল্ডার্সএর জন্ম।

১৮৯১ ভারতীয় সংবাদপত্রের উপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।

১৯০৩ ব্রিটিশ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক জর্জ অরওয়েলের জন্ম।

১৯০৭ পদার্থবিদ্যায় নোবেলজয়ী (১৯৬৩) জার্মান বিজ্ঞানী জে হ্যান্স ডি জনসনএর জন্ম।

১৯১২ চিত্রশিল্পী ও লেখক লরেন্স অ্যালমাটাডিমার মৃত্যু।

১৯১৩ আফ্রিকানফরাসি কবি এমে সেজেরএর জন্ম।

১৯২২ ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু।

১৯২৫ মার্কিন স্থপতি ও লেখক রবার্ট ভেঞ্চুরির জন্ম।

১৯৩২ ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম সরকারি টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।

১৯৩৩ বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের মৃত্যু।

১৯৩৮ রুশ ভাষাতাত্ত্বিক নিকোলাই ক্রবেৎস্কির মৃত্যু।

১৯৫০ উত্তর কোরীয় সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়।

১৯৬০ জ্যোতির্বিদ ভিল্‌হেল্‌ম্‌ বাডএর মৃত্যু।

১৯৬০পরিচয়’ পত্রিকার সম্পাদক, কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের মৃত্যু।

১৯৭৫ মোজাম্বিক (সাবেক পর্তুগিজ পূর্বআফ্রিকা) স্বাধীন হয়।

১৯৭৮ নেদারল্যান্ডকে হারিয়ে () আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জয়ী হয়।

১৯৯১ যুগোশ্লাভিয়ার প্রজাতন্ত্র ক্রোয়োশিয়া ও োভেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধপাচারের অর্থ ফেরত আনতে দরকার সৎসাহস, দৃঢ়তা ও রাজনৈতিক সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা