এই দিনে

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

নরওয়ের সংবিধান দিবস এবং বিশ্ব তার ও বিশ্বটেলিযোগাযোগ দিবস

১৫১০ ইতালীয় চিত্রশিল্পী সান্দ্রো বতিচেলির মৃত্যু।

১৫৪০ শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন।

১৬৯৫ ওলন্দাজ চিত্রশিল্পী কর্নেলিস দ্য হিমএর মৃত্যু।

১৭২৭ রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিনএর মৃত্যু।

১৭৪৯ ইংরেজ চিকিৎসক ও বসন্তের টিকা আবিষ্কারক এডওয়ার্ড জেনারের জন্ম।

১৭৭৫ ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৩১ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সাপ্তাহিক ‘দ্য এনকোয়ারার’ প্রকাশিত হয়।

১৮৩৬ জ্যোতির্বিদ জোসেফ নর্মান লকিয়ারএর জন্ম।

১৮৩৮ ফরাসি রাষ্ট্রনীতিবিদ শার্ল তালেইরঁ পেরিগরএর মৃত্যু।

১৮৫৭ সিপাহি বিপ্লবের নেত্রী ঝাঁসির রাণী লক্ষ্মী বাইয়ের মৃত্যু।

১৮৭০ এভারেস্টএর উচ্চতা পরিমাপকারী গণিতজ্ঞ রাধানাথ শিকদারের মৃত্যু।

১৮৭৩ ফরাসি লেখক ও চিন্তাবিদ অঁরি বারব্যুসএর জন্ম।

১৮৮১ নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।

১৮৮৩ অগ্রগণ্য পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিানের জন্ম।

১৮৯৭ নোবেলজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ ওড হাজেলের জন্ম।

১৮৯৭ বিশিষ্ট গায়িকা সাহানা দেবীর জন্ম।

১৮৯৯ ভিক্টোরিয়া ও অ্যালবার্ট মিউজিয়মের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯০০ ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ রুহেল্লা খোমিনীর জন্ম।

১৯১৩ কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু।

১৯১৭ প্রথম রুশ কৃষক কংগ্রেস (১৭মে১০জুন) শুরু হয়।

১৯২০ বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান ীিু চলাচল শুরু করে।

১৯৩৫ ফরাসি সংগীতস্রষ্টা পল আব্রাম দ্যুকাএর মৃত্যু।

১৯৪০ জার্মান বাহিনী ফ্রান্স অধিকার করে নেয়।

১৯৪৯ ওয়াশিংটনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ২৫ হাজার লোক অংশ নেয়।

১৯৫৪ নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর (রশীদ আহমদ চৌধুরী) মৃত্যু।

১৯৬৫ বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্তের মৃত্যু।

১৯৭১ সমাজসেবক ও দানবীর রণদাপ্রসাদ সাহা শহীদ হন।

১৯৭৫ প্রথম মহিলা পর্বতারোহী জাপানের জুনকা তাবেই এভারেস্ট জয় করেন।

পূর্ববর্তী নিবন্ধভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো জোরালো তৎপরতা চাই
পরবর্তী নিবন্ধবুলবুল চৌধুরী: উপমহাদেশের কিংবদন্তি নৃত্যপরিচালক