১৫৭৪ তৃতীয় শিখ গুরু অমরদাসের মৃত্যু।
১৬৪৩ চতুর্দশ লুই মাত্র চার বৎসর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
১৬৮৬ জার্মান পদার্থবিদ গাব্রিয়েল ফারেনহিট–এর জন্ম।
১৭৩৪ জার্মান রসায়নবিদ আর্নেস্ট স্টাল–এর মৃত্যু।
১৭৭১ ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের জন্ম।
১৭৯৬ মার্কিন ইতিহাসকার উইলিয়াম প্রেসকট–এর জন্ম।
১৭৯৬ এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টীকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
১৮০৫ ডেনিশ সঙ্গীতস্রষ্টা ইয়োহান পিটার হার্টমান–এর জন্ম।
১৮১১ স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
১৮১৮ ঔপন্যাসিক ও নাট্যকার ম্যাথিউ গ্রেগরি লুইসের মৃত্যু।
১৮২৭ ফরাসি ভাস্কর জাঁ কার্পো–র জন্ম।
১৮৪৯ বাংলা ব্যঙ্গ সাহিত্যের অন্যতম পথিকৃৎ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৮৭৫ পেরুভীয় কবি ও সাংবাদিক হোসে সান্তোস চোকানো–র জন্ম।
১৮৭৮ প্রতাপচন্দ্র মজুমদারের সম্পাদনায় মহিলা পাঠকদের পত্রিকা ‘পরিচারিকা’ প্রকাশিত হয়।
১৮৯২ অগ্নিযুগের বিপ্লবী অরুণচন্দ্র গুহের জন্ম।
১৮৯৯ ফরাসি ভাস্কর জাঁ কার্পো–র জন্ম।
১৯১২ সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গ–এর মৃত্যু।
১৯২৩ চিত্রপরিচালক মৃণাল সেনের জন্ম।
১৯২৫ ঔপন্যাসিক স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের মৃত্যু।
১৯৪৮ সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
১৯৫৪ আদমজি পাটকলে ভয়াবহ বাঙালি ও অবাঙালি শ্রমিক দাঙ্গা সংঘটিত হয়।
১৯৫৫ সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭০ অস্ট্রেলীয় চিত্রশিল্পী উইলিয়াম ডোবেল–এর মৃত্যু।
১৯৭২ ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতীর মৃত্যু।