১৫১৬ সুইস পদার্থবিদ ও প্রকৃতিবিদ কনরাড ফন গেসনার–এর জন্ম।
১৭৭৪ কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৭৯৭ বিজ্ঞানী জেমস হাটন–এর মৃত্যু।
১৮২৭ বিশ্বের সঙ্গীত জগতের অবিস্মরণীয় প্রতিভা বেটোফেন–এর মৃত্যু।
১৮৩৪ বিজ্ঞানী হেরমান ভিল্হেল্ম্ ভোগেল–এর জন্ম।
১৮৩৮ ইংরেজ ঐতিহাসিক উইলিয়াম লিকি–র জন্ম।
১৮৪০ আসিরিয়াবিদ জর্জ স্মিথ–এর জন্ম।
১৮৫৯ ইংরেজ কবি এ. ই. হাউসম্যানের জন্ম।
১৮৬৫ বিজ্ঞানী টমাস হ্যানকক্–এর মৃত্যু।
১৮৭১ প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৭৪ মার্কিন কবি রবার্ট ফ্রস্ট–এর জন্ম।
১৮৯২ মার্কিন কবি ও প্রাবন্ধিক ওয়াল্ট হুইটম্যান–এর মৃত্যু।
১৮৯৩ চিত্রপরিচালক ও সংগঠক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (ডি. জি)-এর জন্ম।
১৯০২ ব্রিটিশ আইন পরিষদের বাজেট আলোচনা ভারতের পক্ষে প্রথম অংশগ্রহণ করেন গোপালকৃষ্ণ গোখলে।
১৯১১ নোবেলজয়ী (১৯৭০) ব্রিটিশ শরীরবিদ স্যার বার্নার্ড কাৎস–এর জন্ম।
১৯১১ মার্কিন নাট্যকার টেনেসি উইলিয়ামস্–এর মৃত্যু।
১৯২৬ নোবেলজয়ী (১৯৭২) মার্কিন রসায়নবিদ ক্রিশ্চিয়ান আনফিনসেন–এর জন্ম।
১৯২৬ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সান্দ্রা ওকোনার–এর জন্ম।
১৯৩৪ ব্রিটেনে মোটর চালনোর যোগ্যতা পরীক্ষা প্রবর্তিত হয়।
১৯৪৮ পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়।
১৯৫১ সাহিত্যিক মো. আবদুর রশিদ সিদ্দিকীর মৃত্যু।
১৯৫৯ অবিভক্ত ভারতের প্রথম মুসলিম আইসিএস গজনফর আলি খানের মৃত্যু।
১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রচারিত হয়।
১৯৭২ বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে।
১৯৭৩ ব্রিটিশ অভিনেতা, নাট্যকার ও প্রযোজক নোয়েল কাওয়ার্ড–এর মৃত্যু।
১৯৭৩ লন্ডনে প্রথমবারের মতো স্টক একচেঞ্জে মহিলাদের ফ্লোর ট্রেডিং–এর অনুমতি দেওয়া হয়।
১৯৮০ ফরাসি লেখক ও সমালোচক রলাঁ বার্ত্–এর মৃত্যু।
১৯৮২ স্থপতি স্যার এফ. আর. খান–এর মৃত্যু।
১৯৮৩ বিপ্লবী চারু বন্দ্যোপাধ্যায়ের মুত্যু।
১৯৯২ তিন বিঘা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়।