১৩৭৫ ইতালীয় কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিও-র মৃত্যু।
১৪০১ ফ্লোরেন্সীয় চিত্রশিল্পী মাজাচ্চিও-র জন্ম।
১৫৭৩ ফরাসি কবি মাত্যুর্যাঁ রেনিয়ে-র জন্ম।
১৬৩৯ ফরাসি কবি ও নাট্যকার ঝাঁ রাসিন-এর জন্ম।
১৮২১ ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবের-এর জন্ম।
১৮২৩ ফরাসি পতঙ্গবিজ্ঞানী জাঁ আঁরি ফাবরে-এর জন্ম।
১৮২৪ ইংরেজ শল্যচিকিৎসক জেমস পার্কিনসন-এর মৃত্যু।
১৮৪৬ ব্রিটেনে সর্বপ্রথম আবেদনিক ঔষধের প্রয়োগ করা হয়।
১৮৫৪ মরমি কবি হাসন রাজার জন্ম।
১৮৮৩ চেক জীববিজ্ঞানী ও দার্শনিক এমানুয়েল রাদ্ল্-এর জন্ম।
১৯৭৯ সোভিয়েত নেতা ও রাষ্ট্র প্রধান জোসেফ স্তালিন-এর জন্ম।
১৮৯০ নোবেলজয়ী মার্কিন বংশাণুবিদ হেরমান ম্যুলার-এর জন্ম।
১৯১৩ সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দধাঁধা প্রকাশ করে।
১৯১৭ নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোল-এর জন্ম।
১৯১৮ অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধান ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম-এর জন্ম।
১৯৩৫ জার্মান লেখক কুর্ট টুকোলিস্কি-র মৃত্যু।
১৯৪০ মার্কিন ঔপন্যাসিক এফ স্কট ফিটজেরাল্ড-এর মৃত্যু।
১৯৪৬ জাপানে ভূমিকম্পে সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৫২ উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিনশান্তি পুরস্কার পান।
১৯৫৮ জার্মান লেখক লিওন ফইখ্ট্ভাংগার-এর মৃত্যু।
১৯৬৯ অ্যাপোলো ৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৮২ প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক চিন্তাবিদ আবু সয়ীদ আইয়ুব-এর মৃত্যু।
১৯৮৭ ম্যানিলার কাছে জাহাজ ট্যাংকার সংঘর্ষে ২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৮ নোবেলজয়ী (১৯৭৩) ডাচ/ব্রিটিশ জীববিজ্ঞানী নিকোলাস টিনবার্গেন-এর মৃত্যু।