ফিনল্যান্ডের স্বাধীনতা দিবস
১৪৭৮ ইতালীয় লেখক ও রাজনীতিবিদ বাল্দাস্সহর কাস্তিলিওনে-র জন্ম।
১৪৯২ ক্রিস্টোফার কলম্বাস হিসপানিওলা (বর্তমান হাইতি ও ডোমিনিকান রিপাবলিক) আবিষ্কার করেন।
১৭৩২ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর জন্ম।
১৭৭৮ ফরাসি রসায়নবিদ ও পদার্থবিদ জোজেফ্ লুই গে-লুসাক-এর জন্ম।
১৭৭৯ ফরাসি চিত্রশিল্পী জাঁ বাতিস্ত শাদ্যাঁ-র মৃত্যু।
১৭৯৯ স্কটিশ রসায়নবিদ ডা. জোসেফ ব্ল্যাক-এর মৃত্যু।
১৮২৩ জার্মান পণ্ডিত, ভাষাতত্ত্ববিদ ও ৫১ খণ্ডে প্রাচ্যের পবিত্র গ্রন্থ সংকলক ফ্রিডরিখ ম্যাক্সমুলার-এর জন্ম।
১৮৫৩ গবেষক, সাহিত্যিক ও পাণ্ডুলিপি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম।
১৮৫৭ স্যার কলিন ক্যাম্পবেল-এর বাহিনী কানপুরের যুদ্ধে সিপাহি বিদ্রোহীদের পরাস্ত করে।
১৮৮২ ফরাসি সমাজতন্ত্রী, ঐতিহাসিক ও বিপ্লবী লুই ব্লাঁ-র মৃত্যু।
১৮৯২ জার্মান উদ্ভাবক আর্নস্ট ভেরমার সিমেন্স-এর মৃত্যু।
১৮৯৮ নোবেলজয়ী (১৯৭৫) সুইডিশ অর্থনীতিবিদ কার্ল গুনার মিরডাল-এর জন্ম।
১৯০১ ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম-এর জন্ম।
১৯১৭ রাশিয়া থেকে পৃথক হয়ে ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।
১৯২০ নোবেলজয়ী (১৯৬৭) ব্রিটিশ ভৌতরসায়নবিদ জর্জ পোর্টার-এর জন্ম।
১৯২২ স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত।
১৯২৮ ভারততত্ত্বের গবেষক ও অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায়ের জন্ম।
১৯৬১ আলজেরিয়ার সমাজবিদ ও বিপ্লবী লেখক ফ্রানৎস ফানন-এর মৃত্যু।
১৯৭১ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারত সরকার স্বীকৃতি প্রদান।
১৯৮৯ পূর্ব জার্মনিতে সমাজতন্ত্রের অবসানের পর প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপ্রধান হন মানফ্রেড গেরল্যাচ।
১৯৯০ ক্রমবর্ধমান গণরোষের মুখে হুসেইন মুহম্মদ এরশাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
১৯৯২ অযোধ্যার বাবরি মসজিদের গম্বুজ ধূলিসাৎ করা হয় এবং বাংলাদেশে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়।