১৫৪২ প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।
১৫৮৯ সংগীত জগতের প্রবাদ পুরুষ তানসেনের মৃত্যু।
১৬০৬ ফ্লোরেন্সের কবি ও চিত্রশিল্পী লোরেনৎসো লিপ্পি-র জন্ম।
১৬২৬ ওলন্দাজ বসতিকারীরা ভারতীয়দের কাছ থেকে স্যানহাটান দ্বীপ কিনে নেয়।
১৬৩৫ জার্মান রসায়নবিদ ইয়োহান বেখের-এর জন্ম।
১৭৫৭ সাত বছরব্যাপী প্রাগ যুদ্ধে অস্ট্রীয়রা বিজয়ী হয়।
১৭৫৮ ফরাসি বিপ্লবী নেতা মাক্সিমিলিয়্যাঁ রব্স্পিয়ের-এর জন্ম।
১৭৭৫ ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন।
১৮১১ ক্লোরোফর্ম-এর আবিষ্কারক জেমস ইয়ং সিম্পসনের মৃত্যু।
১৮৪০ ইংল্যান্ডে প্রথম ডাকটিকিট চালু হয়।
১৮৫৬ মার্কিন মেরু অভিযাত্রী এডুইন পিয়ারি-র জন্ম।
১৮৫৬ অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড-এর জন্ম।
১৮৫৯ জার্মান বিজ্ঞানী ও ভৌগোলিক আলেকজান্ডার ফন হামবোল্ড-এর মৃত্যু।
১৮৭১ নোবেলজয়ী (১৯১২) ফরাসি রসায়নবিদ ভিক্তর গ্রিনিয়ার-এর জন্ম।
১৯০৪ নোবেলজয়ী (১৯৭৪) সুইডিশ কথাশিল্পী ও কবি হ্যারি এডমুন্ড মার্টিনসন-এর জন্ম।
১৯১৫ মার্কিন চলচ্চিত্রকার ও অভিনেতা অর্সন ওয়েল্স-এর জন্ম।
১৯৪০ সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯৪৯ নোবেলজয়ী (১৯১১) বেলজীয় কবি ও নাট্যকার মরিস মাতেরলিংক-এর মৃত্যু।
১৯৫২ শিক্ষাবিদ ও মনস্তাত্ত্বিক ধারায় শিশু শিক্ষার পুরোধা মারিয়া মন্তেসরি-র মৃত্যু।
১৯৫৪ রজার ব্যানিস্টারই প্রথম চার মিনিটে এক মাইল দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।
১৯৬১ রুমানীয় কবি, নাট্যকার ও দার্শনিক লুচান ব্লগা-র জন্ম।
১৯৭০ ব্রিটিশ পুরাতাত্ত্বিক জন ব্রিজলি-র মৃত্যু।
১৯৭৩ বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা. সতীশরঞ্জন খাস্তগীর-এর মৃত্যু
১৯৯১ পিকাসের আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকো োভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালরি থেকে চুরি হয়ে যায়।
১৯৯৪ চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়