১২০৪ চতুর্থ ক্রুসেডের বাহিনী কনস্তানতিনোপল (ইস্তাম্বুল) দখল করে নেয়।
১৬০৬ ইংল্যান্ড প্রথম ইউনিয়ন জ্যাক (পতাকা) আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
১৬৮৪ ইতালীয় ভায়োলিন প্রস্তুতকারক নিক্কোলো আমাতি-র মৃত্যু।
১৭৪৮ ইংরেজ স্থপতি ও উদ্যানবিদ ইউলিয়াম কেন্ট-এর মৃত্যু।
১৭৮২ ইতালীয় কবি ও নাট্যকার পিয়েত্রো আন্তোনিও মেতাস্তাজিও-র মৃত্যু।
১৮০১ ইউরিয়ম কেরী ফোর্ট ইউলিয়ম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
১৮১৫ ইংরেজ সংগীতস্রষ্টা হেনরি পিয়ারস্নের জন্ম।
১৮১৭ ফরাসি জ্যোতির্বিদ শার্ল মেসিয়ের-এর মৃত্যু।
১৮২২ রামমোহন রায়ের সম্পাদনায় কলকাতার প্রথম ফারসি সাপ্তাহিক পত্রিকা ‘মিরাতুল আখবার’ প্রকাশিত হয়।
১৮২৩ রুশ নাট্যকার আলেকসান্দ্ের অস্ত্রোভস্কির জন্ম।
১৮৬১ আমেরিকার গৃহযুদ্ধের (১৮৬১-১৮৬৫) আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৮৬৩ নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ (ভট্টাচার্য)-এর জন্ম।
১৮৭২ ফরাসি বিজ্ঞানী জর্জ উরব্যাঁ-র জন্ম।
১৮৮৫ প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসকার রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০৮ ফরাসি ভাষাতাত্ত্বিক আঁদ্রে মার্তিনে-র জন্ম।
১৯১২ মার্কিন রেডক্রসের প্রতিষ্ঠাতা ক্লারা বার্টনের মুত্যু।
১৯১৯ রাওলাট আইনের প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯২১ স্কটিশ চিত্রশিল্পী উইলিয়াম স্ট্রাং-এর মৃত্যু।
১৯৪৫ মার্কিন রাষ্ট্রপতি ফ্রাংকলিন রুজভেল্ট-এর মৃত্যু।
১৯৬১ বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন মহাশূন্যে পাড়ি দেন।
১৯৬২ ফরাসি ভাস্কর আতোয়া পেভসাঁর মৃত্যু।
১৯৭৫ সাহিত্যিক ও চলচ্চিত্রকার ফতেহ লোহানীর মৃত্যু।
১৯৮১ বিশ্বের শ্রেষ্ঠ হেভিয়েট মুক্তিযোদ্ধা জো লুই-এর মৃত্যু।