১২৯২ জন বালিওল স্কটল্যান্ডের সিংহাসনে সমাসীন হন
১৪৯৪ ইতালীয় দার্শনিক গিয়োভান্নি পিকে-র জন্ম।
১৫০৩ ইতালীয় চিত্রশিল্পী আনিওলো ব্রোনজানোর জন্ম।
১৫২৫ সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তাঁর পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৭১৭ ফরাসি গণিতজ্ঞ, দার্শনিক ও মহাকোষ গ্রন্থচয়িতা জাঁ দালাঁরের-এর জন্ম।
১৭৪৭ ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার অ্যল্যেঁ র্যনে লাজাঝ-এর মৃত্যু।
১৭৯৪ ইংরেজ ঐতিহাসিক জর্জ গ্রোট -এর জন্ম।
১৭৯৬ নেপোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করে।
১৮০০ ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮৫৭ সিপাহি বিদ্রোহীদের হাত থেকে স্যার কলিন ক্যাম্পবেল লক্ষ্মৌ উদ্ধার করেন।
১৮৫৮ ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েন-এর মৃত্যু
১৮৯৬ রুশ মনোবিজ্ঞানী লিয়েফ ভিগোৎস্কি-র জন্ম।
১৯০২ নোবেলজয়ী (১৯৬৩) হাঙ্গেরীয় পদার্থবিদ পল উইগনার-এর জন্ম।
১৯১৭ বিশ্বখ্যাত ফরাসি ভাস্কর্যশিল্পী অগুস্ত রদ্যাঁ-র জীবনাবসান।
১৯২২ শারীরবিদ্যা ভেষজশাস্ত্রে নোবেলজয়ী (১৯৮৬) মার্কিন জীব রসায়নবিদ স্ট্যানলি কোহেন-এর জন্ম।
১৯২৮ ব্রিটিশ ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়-এর জীবনাবসান।
১৯৩১ পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর দেহত্যাগ।
১৯৩২ লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৫৯ ব্রাজিলীয় সুরস্রস্টা আতোর ভিলা-লোবোস-এর মৃত্যু।
১৯৭০ চাঁদ অবতরণকারী প্রথম মনুষ্যবিহীন রুশ নভোযান ‘লুনোখাদ’-১’ মহাশূন্যে যাত্রা করে।
১৯৭০ শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৭১ চিত্রনাট্যকার ও পরিচালক দেবকীকুমার বসুর মৃত্যু।
১৯৭৬ রাজনীতিবিদ ও জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনাবসান।
১৯৭৮ শ্রমিক-কৃষক নেতা পূর্ণেন্দুকিশোর সেনগুপ্তের মৃত্যু।
১৯৮৬ বাঙ্গালোরে সার্ক শীর্ষ সম্মেলনে কাঠমাণ্ডুতে স্থায়ী সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত হয়।
১৯৯৩ দক্ষিণ আফ্রিকার ২১টি দল বহুদলীয় বহুজাতিক গণতন্ত্র মেনে নেয়।