এই দিনে

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

১৪৯১ ফরাসি নৌঅভিযাত্রী জাক কারতিয়ের জন্ম।

১৬৭৬ ইংরেজ কবি জন ফিলিপসএর জন্ম।

১৬৯১ আইরিশ রসায়নবিদ রবার্ট বয়েলএর মৃত্যু।

১৭০৬ পণ্ডিচেরির প্রথম ফরাসি গভর্নর জেনারেল ফ্রান্সিস মার্টিনএর জীবনাবসান।

১৭৩০ জাপানের হোক্কাইদোতে প্রচণ্ড ভূমিকম্পে ১ লক্ষ ৩৭ হাজার লোকের মৃত্যু ঘটে।

১৮০৩ গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৮০৩ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছে থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করেন ।

১৮১৯ জার্মান লেখক থিওডর ফনটানেএর জন্ম।

১৮৪৫ সাংবাদিক সম্পাদক যোগেন্দ্রনাথ বসুর জন্ম।

১৮৬৫ নোবেলজয়ী (১৯০৭) ইংরেজ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিংএর জন্ম।

১৮৬৯ কানাডীয় রসসাহিত্যিক ও অর্থনীতিবিদ স্টিফেন বাটলার লিককএর জন্ম।

১৮৯৩ অভিযাত্রী ভূপর্যটক সামুয়েল হোয়াইট বেকারএর মৃত্যু।

১৮৯৪ নারীবাদী ও সমাজসংস্কারক অ্যামেলিয়া ব্লুমারএর মৃত্যু।

১৮৯৬ বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম।

১৯০০ অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।

১৯০৪ রুশ সংগীতস্রষ্টা দিমিত্রি কাবালি।্‌স্কির জন্ম।

১৯০৬ ঢাকার নবাব সলিমুল্লাহ প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।

১৯১৬ যুবরাজ ফেলিঙ ইউসুপভ সাইবেরীয় সন্ন্যাসী গ্রিগরি রাসপু তিনকে পেত্রোগ্রাদে (পরবর্তীকালে লেনিনগ্রাদ) এনে হত্যা করেন।

১৯২২ বলশোভিক বিপ্লবের ঢেউয়ে জার সাম্রাজ্য বিধ্বস্ত হয় এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

১৯২৫ কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ অবিভক্ত বাংলার বিশিষ্ট কবি ও নৃতত্ত্ববিদ বিজয়চন্দ্র মজুমদারের মৃত্যু।

১৯৪৪ নোবেলজয়ী (১৯১৫) ফরাসি ঔপন্যাসিক ও বিশ্বশান্তি আন্দোলনের অন্যতম পুরোধা রমা রোলাঁর মৃত্যু।

১৮৪৭ ইংরেজ গণিতজ্ঞ ও দার্শনিক আলফ্রেড নর্থ হোয়াইটহেডএর মৃত্যু।

১৯৫৩ কবি শাহাদাৎ হোসেনের মৃত্যু।

১৯৫৯ খ্যাতনামা পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের মৃত্যু।

১৯৬৮ জাতিসংঘের প্রথম মহাসচিব ও নরওয়েজীয় রাজনীতিজ্ঞ হ্যালডান লীর মৃত্যু।

১৯৭০ শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ ইদরিস আলীর মৃত্যু।

১৯৭১ ভারতের বিজ্ঞানী বিক্রম সারাভাইএর মৃত্যু।

১৯৭৯ কবি অজিতকুমার দত্তের মৃত্যু।

১৯৮৮ জাপানি ভাস্কর ইসামু নোগুচির মৃত্যু।

১৯৯০ পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ড. রফিক মুঘলএর গবেষণা গ্রন্থ থেকে জানা যায় যে হরপ্পা ও মহেনজোদারো ছাড়াও আরো তিনটি শহরে সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।

১৯৯২ বাহারুদ্দিন রাব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধআব্বাস উদ্দীন আহমদ: কালজয়ী লোকসংগীত শিল্পী