এই দিনে

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

১৬৫৬ ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ অ্যাডমন্ড হ্যালির জন্ম।

১৬৬১ সপ্তম শিখগুরু হর রাইএর দেহাবসান।

১৬৭৪ ইংরেজি সাহিত্যের অবিস্মরণীয় কবি জন মিলটনএর মৃত্যু।

১৮৮১ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়েরর সম্পদনায় বালকবালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।

১৮৪৮ জার্মান দার্শনিক গটলিব ফ্র্যোএর জন্ম।

১৮৯৩ মার্কিন ঐতিহাসিক ফ্রান্সিস পার্কম্যানএর মৃত্যু।

১৮৯৫ ভিল্‌হেল্‌ম রন্টজেন এক্সরে আবিষ্কার করেন।

১৯০০ বিশিষ্ট ব্যঙ্গচিত্রশিল্পী প্রতুলচন্দ্র লাহিড়ী (কাফি খাঁ) ঢাকায় জন্মগ্রহণ করেন।

১৯০৫ ব্রিটিশ বংশগতিতত্ত্ববিদ কনরাড ওয়েডিংটনএর জন্ম।

১৯০৮ ফরাসি নাট্যকার ভিক্তোরিয়াঁ সার্দুর মৃত্যু।

১৯১৯ প্রথম বাংলা চলচ্চিত্র ‘বিল্বমঙ্গল’ প্রদর্শিত হয়।

১৯২২ দক্ষিণ আফ্রিকার শল্যচিকিৎসক ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ডএর জন্ম।

১৯৩০ ব্যঙ্গচিত্রশিল্পী কাফি খাঁ (প্রতুলচন্দ্র) লাহিড়ীর জন্ম।

১৯৩৯ হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।

১৯৪২ মিত্র শাক্তি উত্তর আফ্রিকায় পদার্পণ করে।

১৯৫৩ নোবেলজয়ী (১৯৩৩) রুশ কথাসাহিত্যিক ইভান বুনিনএর মৃত্যু।

১৯৫৪ সাংবাদিক সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর মৃত্যু।

১৯৬৬ ঐতিহাসিক ও শিক্ষাবিদ ড. কালিদাস নাগের মৃত্যু।

১৯৭২ আরব গেরিলারা ইজরাইলি খেলোয়াড়দের অপহরণ ও হত্যা করলে মিউনিখের অলিম্পিক পল্লী রক্তরঞ্জিত হয়।

১৯৭৮ সঙ্গীতশিল্পী শৈলেন মুখোপাধ্যায়ের জীবনাবসান।

১৯৮৫ রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মৃত্যু।

১৯৮৭ সোভিয়েত নেতা ভিয়াচে াভ মলোতভএর মৃত্যু।

১৯৮৭ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৯৯৮ বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিনিয়োগ বোর্ডের কার্যালয় চালু রাখুন
পরবর্তী নিবন্ধপ্রভাত কুমার মুখোপাধ্যায়: রবীন্দ্রজীবনীকার