এই দিনে

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইকুয়েডরএর জাতীয় দিবস

১৬৫৪ ওলন্দাজ গণিতজ্ঞ বের্নার্ড নিউভেনটেইটএর জন্ম।

১৬৭৫ রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।

১৭৪০ ইংরেজ সংগীতস্রষ্টা সামুয়েল আর্নল্ডএর জন্ম।

১৭৮৪ স্কটিশ প্রতিকৃতি শিল্পী অ্যালান র‌্যাবমজের মৃত্যু।

১৮১০ ইতালীয় ঐক্য আন্দোলনের নেতা কামিল্লো বেনসো কাভুরএর জন্ম।

১৮১৫ প্রথম ইংরেজবাংলা অভিধানকার হেনরি টিস ফস্টার এর মৃত্যু।

১৮৫৫ সংগীতশিল্পী ওস্তাদ আল্লাদিয়া খানের জন্ম।

১৮৬০ সংগীতজ্ঞ পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্ম।

১৮৬৮ প্রুশীয় বিমান প্রকৌশলী হুগো একেনারএর জন্ম।

১৮৯৬ জার্মান বৈমানিক অটো লিলিয়েনথালএর মৃত্যু।

১৯০২ নোবেল জয়ী (১৯৪৮) সুইলিশ রসায়নবিদ আর্নে তিসেলিউসএর জন্ম।

১৯১১ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।

১৯১৩ পদার্থবিদ্যায় নেবেলজয়ী (১৯৮৯) জার্মান বিজ্ঞানী ভোলফ্‌গাঙ্গ পলএর জন্ম।

১৯১৪ অস্ট্রিয়াহাঙ্গেরির বিরুদ্ধে ফান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯১৫ পরমাণু সংখ্যার উদ্ভাবক ব্রিটিশ বিজ্ঞানী হেনরি জেফ্রিস মোসেলি মাত্র ২৭ বছরে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেণ।

১৯১৭ ব্রাজিলীয় ঔপন্যাসিক ঝর্ঝে অ্যামাদোর জন্ম।

১৯২৩ বাংলাদেশের প্রথমসারির শিল্পী এস এম সুলতানের জন্ম।

১৯৪৫ দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্ন জাপান নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি
পরবর্তী নিবন্ধহেনরি মোসলে : রসায়ন বিজ্ঞানে চির স্মরণীয় ব্যক্তিত্ব