এই দিনে

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

১৬২৭ আইরিশ রসায়নবিদ রবার্ট বয়েলএর জন্ম।

১৬৪০ ইংরেজ লেখক রবার্ট বার্টনএর মৃত্যু।

১৭০৭ ইতালীয় চিত্রশিল্পী পোম্মিও বাতোনির জন্ম।

১৭৩৬ ইতালীয়ফরাসি গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ঝোজেফ লুই লাগ্রাঁঝএর জন্ম।

১৭৫৯ স্কটিশ কবি রবার্ট বার্নস্‌এর জন্ম।

১৮২৪ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম।

১৮৫০ বঙ্গীয় নাট্যশালার অবিস্মরণীয় ব্যক্তিত্ব অর্ধেন্দুশেখর মুস্তোফীর জন্ম।

১৮৫৬ রাজনীতিবিদ, ও সমাজসেবক অশ্বিনীকুমার দত্তের জন্ম।

১৮৬৩ মহিলা কবি মানকুমারী বসুর জন্ম।

১৮৭৪ খ্যাতনামা কথাসাহিত্যক ও নাট্যকার উইলিয়াম সমারসেট মমএর জন্ম।

১৮৮১ জার্মান লেখক এমিল লুদভিখএর জন্ম।

১৮৮২ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ নলিনীরঞ্জন সরকারের জন্ম।

১৮৮২ ইংরেজ মহিলা ঔপন্যাসিক ভার্জিনিয়া উল্‌ফএর জন্ম।

১৯১৫ মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্মহাদেশীয় টেলিফোন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ পঁচিশ মিলিয়ন ডলারে মার্কিন যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ কিনে নেয়।

১৯২২ ফ্যাক্টরি আইনে সংশোধনের ফলে সাপ্তাহিক কাজের সময় ৬০ ঘণ্টা ও সপ্তাহান্তে ছুটির বিধান চালু করা হয়। শ্রমিকের সর্বনিম্ন বয়সসীমা ৯ থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়।

১৯৫৩ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ নলিনীরঞ্জন সরকারের মৃত্যু।

১৯৫৪ মার্কসবাদী নেতা এম. এন. (মানবেন্দ্র নাথ) রায়ের মৃত্যু।

১৯৫৭ আমাশয় রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশির মৃত্যু।

১৯৬৫ ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে।

১৯৭৫ চতুর্থ সংশোধনী পাশ করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৭৯ চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংএর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধনারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর নিরসন দরকার
পরবর্তী নিবন্ধঅনন্ত সিং : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক