১৩৭৯ ইংল্যান্ডে অক্সফোর্ড নিই কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৫৯৪ আইরিশ ঐতিহাসিক জেমস অয়ারের জন্ম।
১৭০৩ ইংল্যান্ডে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
১৭৩১ ইংরেজ কবি উইলিয়াম কাউপার–এর জন্ম।
১৭৯৯ চতুর্থ ইঙ্গ–মহীশুর যুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে টিপু সুলতান নিহন হন।
১৮৫৫ পোলিশ কবি ও দেশব্রতী আডাম মিৎস্কিয়েভিচের মৃত্যু।
১৮৫৭ জার্মান কবি ইওসেফ আইখেনডর্ফের মৃত্যু।
১৮৫৭ সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর মৃত্যু।
১৮৮৫ বিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসুর জন্ম।
১৮৯০ শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৯৮ নোবেলজয়ী (১৯৬৩) জার্মান রসায়নবিদ কার্ল ৎসিগ্লের্–এর জন্ম।
১৯০৪ ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সম্পাদনায় দৈনিক ‘সন্ধ্যা’ পত্রিকা প্রকাশিত হয়।
১৯০৫ নাট্যকার, অভিনেতা ও প্রযোজক জর্জ এম্লিন উইলিয়াম্স–এর জন্ম।
১৯১৯ ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই–এর জন্ম।
১৯২৩ গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তীর মৃত্যু।
১৯৩৩ কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৪৯ ভারতীয় গণ পরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।
১৯৪৯ সমাজতাত্ত্বিক বিনয়কুমার সরকারের মৃত্যু।
১৯৫২ মার্কিন দার্শনিক জর্জ স্যান্টিয়ানার মৃত্যু।
১৯৫২ সুইডিশ অভিযাত্রী সোয়েন অ্যান্ডর্স হেডিনের মৃত্যু।
১৯৫৫ সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৫৬ রুশ চলচ্চিত্র পরিচালক আলেকসান্দ্র দোভচেঙ্কারের মৃত্যু।
১৯৬৮ জার্মান ঔপন্যাসিক আর্নল্ডৎসোভিখ–এর জন্ম।
১৯৮৯ ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯১ মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
১৯৯২ টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে (১৯ বছর ২২ দিন) শচীন তেন্ডুলকার ১ হাজার রান করেন।
১৯৯৬ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে আসেন।