চীনের গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস, নাইজেরিয়া ও সান মারিনোর জাতীয় দিবস সাইপ্রাসের স্বাধীনতা দিবস এবং আন্তর্জাতিক প্রবীণ দিবস
১৭৯২ ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রবর্তিত হয়।
১৭৯৫ বেলজিয়াম ফরাসি প্রজাতন্ত্রের অঙ্গ হয়।
১৮২৬ জার্মান চিত্রশিল্পী কার্ল ফন পিলোটি–র জন্ম।
১৮৪৭ ইংরেজ লেখিকা এবং ভারত–হিতৈষী অ্যানি বেসান্তের জন্ম।
১৮৫৪ ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকেট ব্যবস্থা চালু হয়।
১৮৬১ খ্যাতনামা চিকিৎসক ড. স্যার নীলরতন সরকারের জন্ম।
১৮৬৫ ফরাসি সংগীতস্রষ্টা পল দ্যুকার জন্ম।
১৮৬৬ ধর্মপ্রচারক অভেদানন্দ স্বামীর জন্ম।
১৮৬৯ অস্ট্রিয়া প্রথম পোস্টকার্ড চালু করে।
১৮৮১ বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িংয়ের জন্ম।
১৮৯৫ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ–র জন্ম।
১৮৯৭ সাংবাদিক, সাহিত্যিক ও সমাজব্রতী ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম।
১৯০৬ খ্যাতনামা সংগীতশিল্পী শচীন দেব বর্মণ–এর জন্ম।
১৯১৮ স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস–এর জীবনাবসান।
১৯২৭ নোবেলজয়ী (১৯৯৯) জার্মান ঔপন্যাসিক গুন্টার গ্রাসের জন্ম।
১৯৩৭ জার্মান থিয়েটার ও চলচ্চিত্র পরিচালক পিটার স্টেইনের জন্ম।
১৯৪৭ স্পেনের কবি ও নাট্যকার গ্রেগোরিও মার্তিনেজ সিয়েরার মৃত্যু।
১৯৪৯ গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা।
১৯৬০ নাইজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০ মস্কোতে লুমুম্বা মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৭২ কেনীয় নৃতত্ত্ববিদ লুইস সেইমোর লিকির মৃত্যু।
১৯৭৪ মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।
১৯৮২ পশ্চিম জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন হেলমুট কোল।
১৯৮৮ মিথাইল গরবাচভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৮ ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি ও কমিউনিস্ট পার্টির নেতা ক্রয়ঙ চিনের মৃত্যু।
১৯৯০ সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯১ রক্তক্ষয়ী সেনা অভ্যুত্থানের ফলে হাইতির রাষ্ট্রপতি জাঁ আরিস্তিদে ক্ষমতাচ্যুত হন এবং পারিতে পালিয়ে যান।
১৯৯৫ ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লার মৃত্যু।