১৫১৩ স্পেনীয় পর্যটক ভাস্কো নুনেজ দ্য বাবোয়া প্রশান্ত মহাসাগরে আবিষ্কার করেন।
১৫২৪ বিশিষ্ট নৌ–অভিযাত্রী ভাস্কো–দা গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
১৬৮০ ইংরেজ ব্যঙ্গকবি স্যামুয়েল বাটলার–এর মৃত্যু।
১৭৫০ জার্মান ভূতাত্ত্বিক আব্রাম ভেরনার–এর জন্ম।
১৭৭৭ জার্মান গণিতজ্ঞ ইয়োহান লাম্বের্ট–এর মৃত্যু।
১৮৬৬ নোবেলজয়ী (১৯৩৩) মার্কিন জীববিজ্ঞানী টমাস হান্ট মর্গান–এর জন্ম।
১৮৮১ চীনা লেখক ও সাহিত্যমনীষী লু শুন–এর জন্ম।
১৮৯৭ নোবেলজয়ী (১৯৪৯) মার্কিন ঔপন্যাসিক ইউলিয়াম ফকনার–এর জন্ম।
১৯০৬ রুশ সংগীতস্রষ্টা দিমিত্রি শাস্তোকোভিচ–এর জন্ম।
১৯১৭ কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।
১৯৫৩ জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন–এর মৃত্যু।
১৯৫৮ মার্কিন শরীরতত্ত্ববিদ জন ওয়াটসনের মৃত্যু।
১৯৬২ চট্টগ্রামের দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ারের মৃত্যু।
১৯৬৯ চলচ্চিত্রকার মধু বসুর মৃত্যু।
১৯৭০ প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক ও খ্যাতনামা লেখক এরিক মারিয়া রেমার্ক–এর মৃত্যু।
১৯৭২ নরওয়েতে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।
১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবশেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলা ভাষায় ভাষণ দেয়।
১৯৭৭ জার্মান গণিতজ্ঞ, পদার্থবিদ ও দার্শনিক ইয়োহান হাইনরিখ লামবার্ট–এর মৃত্যু।
১৯৮৬ নোবেলজয়ী (১৫৫৬) রুশ রসায়নবিদ নিকোলাই সেমিও নভ–এর মৃত্যু।
১৯৯০ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ প্রফুল্ল চন্দ্র সেন–এর মৃত্যু