এই দিনে

| শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৪২ পূর্বাহ্ণ

বেলিজ ও মাল্টার জাতীয় দিবস

খ্রি. পূ. ১৯ রোমের অন্যতম শ্রেষ্ঠ কবি ও দার্শনিক ভার্জিলএর মৃত্যু।

১৭২৭ ইতালীয় খোদাইশিল্পী ফ্রানচেসকো বার্তোলোৎসির জন্ম।

১৮৩২ স্কটল্যান্ডের খ্যাতনামা ইংরেজ সাহিত্যিক স্যার ওয়াল্টার স্কটএর মৃত্যু।

১৮৫৩ নোবেলজয়ী (১৯১৩) ডাচ পদার্থবিদ কামারলিং অনেসএর জন্ম।

১৮৫৭ দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৮৬০ জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ারএর মৃত্যু।

১৮৬৬ ইংরেজ ঔপন্যাসিক এইচ. জি. ওয়েলসএর জন্ম।

১৮৬৬ ফরাসি অণুজীববিজ্ঞানী শার্ল ঝুল আঁরি নিকোলএর জন্ম।

১৮৮৭ অযোধ্যায় শেষ নবাব সংগীতামোদী ওয়াজেদ আলী শাহএর মৃত্যু।

১৮৯১ গবেষক, ইতিহাসবেত্তা ও পণ্ডিত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯০২ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বখ্যাত নিগ্রো ক্রিকেটার লিয়ারি নিকল কনস্টানটাইনের জন্ম।

১৯০৯ ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার জন্ম।

১৯১৭ লাতভিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২১ জার্মানির ওপাউয়ে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ৫৬১ জন লোক নিহত হয়।

১৯২৬ নোবেলজয়ী (১৯৬০) মার্কিন পদার্থবিদ ডোনাল্ড আর্থার গ্ল্যাসেরএর জন্ম।

১৯৩৩ ইংরেজ লেখিকা ও ভারতহিতৈষী অ্যানি বেসান্তএর মৃত্যু।

১৯৩৮ আটলান্টিক উপকূলে প্রলয়ংকরী হ্যারিকেন বয়ে যায়।

১৯৪৯ চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ ফেডারেল রিপাবলিক অব জার্মানির সূচনা হয়।

১৯৫৫ নিকারাগুয়ার রাষ্ট্রপতি আনান্তাসিও সোমাজা নিহত হন।

১৯৫৬ নিকারাগুয়ার রাষ্ট্রপতি অ্যানাস্তসিও সোমোজা গার্সিয়া নিহত হন।

১৯৬৪ মাল্টা স্বাধীনতা লাভ করে।

১৯৬৪ পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী হের অটো গ্রেটেভোলএর মৃত্যু।

১৯৭১ নোবেলজয়ী (১৯৪৭) আর্জেন্টিনীয় বিজ্ঞানী বার্নার্ডো আলবেইর্তো আউসির মৃত্যু।

১৯৭৪ হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

১৯৮৯ সেনেগাল ও জাম্বিয়ার জনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙে যায়।

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে সমন্বয় জরুরি
পরবর্তী নিবন্ধচবি রেল স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হোক