১৫৮১ হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৯৪ ফরাসি কবি আঁদ্রে শেনিয়েকে গিলোটিনে হত্যা করা হয়।
১৭৯৯ আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
১৮১৪ জর্জ স্টিফেনশন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৩৪ ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক স্যামুয়েল কোলরিজ–এর মৃত্যু।
১৮৪৩ পানি নিরোধক কাপড়ের উদ্ভাবক চার্লস ম্যাকিনটোশ–এর মৃত্যু।
১৮৪৮ অষ্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৮৩ ইতালীয় সংগীতস্রষ্টা আলফ্রেদো কাসেল্লা–র জন্ম।
১৮৯২ রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্ম।
১৯০৫ নোবেলজয়ী (১৯৮১) বুলগেরীয় সাহিত্যিক ইলিয়াস কানেত্তির জন্ম।
১৯৩৪ অষ্ট্রিয়ার চ্যান্সেলার ড. এঙ্গোলবের্ট ডলফুস আততায়ীর হাতে নিহত হন।
১৯৩৫ কমিউনিস্ট আন্তর্জাতিকের সপ্তম কংগ্রেস শুরু
১৯৩৬ অধ্যাপক ও নৃতত্ত্ববিদ ডা. পঞ্চানন মিত্রের মৃত্যু।
১৯৩৬ জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্ট–এর মৃত্যু।
১৯৪৩ মুসোলিনিকে পদত্যাগ বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৪৮ পশ্চিমি দেশগুলোর ব্রাসেলস চুক্তি কার্যকর হওয়া শুরু হয়।
১৯৪৮ ব্রিটেনে পাউরুটির রেশন ব্যবস্থা তুলে দেওয়া হয়।
১৯৫২ পুয়ের্তোরিকো কমনওয়েল্থ–এর সদস্য হয়।
১৯৫২ ইউরোপীয় কয়লা ও স্টেল সম্প্রদায় গঠিত হয়।
১৯৫৭ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠিত হয়।
১৯৬৩ ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি–র মৃত্যু।
১৯৬৯ জার্মান চিত্রশিল্পী অটো ডিক্স–এর মৃত্যু।
১৯৭৮ মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রুণ শিশুর জন্মলাভ।
১৯৯৪ ইসরায়েল ও জর্দানের মধ্যে এক চুক্তিতে ৪৬ বছরের বৈরিতার অবসান হয়।