১৫২৭ গণিতজ্ঞ, মনীষী ও জ্যোতিষী জন ডি–র জন্ম।
১৭১৩ গ্রেটব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৩ ফরাসি বিপ্লববাদী জা মারা–র মৃত্যু।
১৮২২ অযোধ্যার শেষ নবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ্–এর জন্ম।
১৮২২ জার্মান জ্যোতির্বিদ হাইনরিখ লুই দ্য আরেস্ট–এর মৃত্যু।
১৮৩০ কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন (স্কটিশ চার্চ কলেজ) চালু হয়।
১৮৫১ অস্ট্রীয় সংগীতস্রষ্টা আর্নল্ড শোয়েনবার্গ–এর মৃত্যু।
১৮৫৯ ইংরেজ মহিলা সমাজ সংস্কারক সিডনি জেমস ওয়েব–এর জন্ম।
১৮৬৩ ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিদ মার্গারেট অ্যালিস মারে–এর জন্ম।
১৮৫৮ স্কটিশ সংস্কার আইন পাশ হয়।
১৮৭৮ তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮৭৮ বসনিয়া ও হার্জেগোভিনাকে অস্ট্রিয়ার হাতে সমর্পণ করে গের্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮০ ব্রিটিশ বিরোধী লেখক ইসমাইল হোসেন সিরাজী–র জন্ম।
১৮৯৪ রুশ সাহিত্যিক আইজাক বাবেল–এর জন্ম।
১৯০০ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাস–এর জন্ম।
১৯০৫ কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
১৯২০ ভাবধারার জার্মান ইতিহাসকার হান্স্ ব্লুমেনবের্গ–এর জন্ম।
১৯২১ নোবেলজয়ী(১৯০৮) পদার্থবিদ গাব্রিয়েল লিপমান সমুদ্রে ডুবে প্রাণ হারান।
১৯২৪ আরবি বিশেষজ্ঞ জেমস ক্রেইগ–এর জন্ম।
১৯৩৩ জার্মানিতে নাৎসি দল ছাড়া অন্য সব রাজনিতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৩৪ নোবেলজয়ী (১৯৮৬) নাইজিরীয় সাহিত্যিক ওল সোয়িঙ্কো–র জন্ম।
১৯৬৯ বহুভাষাবিদ পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মৃত্যু।
১৯৯৫ মহিলা ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর মৃত্যু।