এই দিনে

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:২৭ পূর্বাহ্ণ

১৫৩৩ বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পুরীর সমুদ্রে নিমজ্জিত হন।

১৬১৩ শেঙপিয়রের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৭৯৮ ইতালীয় কবি ও গ্রন্থকার জাকোমো লেওপার্দির জন্ম।

১৮৫৮ পানামা খাল নির্মাতা মার্কিন প্রকৌশলী গোথেলসএর জন্ম।

১৮৬১ কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংএর মৃত্যু।

১৮৬৩ মার্কিন ঐতিহাসিক জেমস হার্ভে রবিনসনএর জন্ম।

১৮৬৪ আইনজ্ঞ ও উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।

১৮৬৮ লন্ডনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৮৭৩ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু।

১৮৮৩ সহজবোধ্য বিজ্ঞান গ্রন্থকার চারুচন্দ্র ভট্টাচার্যের জন্ম।

১৮৯৩ পরিসংখ্যানবিদ ও নৃতাত্ত্বিক প্রশান্তচন্দ্র মহলানবীশের জন্ম।

১৮৯৫ ব্রিটিশ জীববিজ্ঞানী টমাস হেনরি হাঙলির মৃত্যু।

১৯০০ ফরাসি লেখক আঁতোয়াঁ দ্য সাঁৎএগজুপেরির জন্ম।

১৯১৯ ভাষাতাত্ত্বিক কার্ল ব্রার্গমানএর মৃত্যু।

১৯২৬ নিউজিল্যান্ডের কবি জেমস বাক্সটারএর জন্ম।

১৯৩৯ মনীষী ও অভিধানকার হেনরি স্টুয়ার্ট জোনসএর মৃত্যু।

১৯৪০ আধুনিকতাবাদী সুইস চিত্রশিল্পী পল ক্লের মৃত্যু।

১৯৪১ পোলিশ রাষ্ট্রনেতা ইগনাজ ইয়ান পাদেরেভস্কির মৃত্যু।

১৯৬৬ খ্যাতনামা বৌদ্ধ ধর্মবিশারদ দামোদার ধর্মানন্দ কোশাম্বীর মৃত্যু।

১৯৬৬ মর্কিন রোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৮৬ পশ্চিম জার্মানিকে ৩২ গোলে হারিয়ে আর্জেন্টিনা ত্রয়োদশ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়।

১৯৯২ আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধআবুল হোসেন : শুদ্ধতম কবি